অস্বস্তিতে অনুব্রত মণ্ডল! রক্ষাকবচের আরজি খারিজ কলকাতা হাইকোর্টের

কলকাতা: এবার সিবিআই তলব করলে হাজিরা দিতেই হবে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে।

    এদিন বীরভূম জেলা সভাপতির রক্ষাকবচের আরজি খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। রাজনৈতিক মহলের বক্তব্য এই রায় অস্বস্তি বাড়ালো অনুব্রত মণ্ডলের।

    তবে, ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তকে তৃণমূল নেতা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাবেন কি না, তা জানা যায়নি।