|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: ময়নাগুড়ি, নেত্রা, নামখানা, শান্তিনিকেতন ও পিংলা, রাজ্যকে এই পাঁচ গণধর্ষণ ও ধর্ষণের চেষ্টার মামলায় নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২২ মে মামলার শুনানির দিনই রিপোর্ট ও কেস ডায়েরি পেশ করার নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে এদিনই হাঁসখালি ধর্ষণ মামলায় প্রত্যক্ষদর্শী এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থ মামলা করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। জানা গিয়েছে, তিনি দ্রুত শুনানির আবেদন জানান। বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।