|
---|
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট নিয়ে কেন্দ্রের জবাব তলব করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি জানান, “প্রথমবার বিমানের জ্বালানি শেষ হয়ে যায়। দ্বিতীয়বার মুখোমুখি চলে এল দু’টি বিমান। বারবার কেন মুখ্যমন্ত্রীর বিমান বিপত্তি হচ্ছে, তা জানাক ডিজিসিএ।”
আগামী দু’সপ্তাহের মধ্যে কেন্দ্রকে অবস্থান জানানোর নির্দেশ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ এপ্রিল।