|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: রবিবার শেক্সপিয়ার সরণি থানায় মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ দায়ের করেন মৃত যাত্রী সজল কাঞ্জিলালের পরিবারের সদস্যরা।ভারতীয় দণ্ডবিধির ৩০৪(এ) ধারায় অভিযোগ দায়ের হয়েছে। যার ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ।
সজল কাঞ্জিলালের মৃত্যুর ঘটনার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়ে বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সজল কাঞ্জিলালের হাত দরজায় আটকে যাওয়ার পরেও ওই অবস্থায় মেট্রো চলতে শুরু করেছিল। যা থেকে মনে করা হচ্ছে, মেট্রোর সুড়ঙ্গের দেওয়ালে ধাক্কা খেয়ে থার্ড লাইনে পড়ে গিয়েছিলেন তিনি। যার জেরে তাঁর মৃত্যু হয়।
সেইসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক ও গার্ডকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন পুলিশকর্মীরা। তাঁদের বয়ান নথিভুক্ত করা হয়েছে। রেকর্ড করা হয়েছে চিফ লোকো ইন্সপেক্টরের বয়ানও। চেয়ে পাঠানো হয়েছে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ।