|
---|
নিজস্ব সংবাদদাতা : অফলাইনে পরীক্ষা নেওয়ার পথেই হাঁটছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজের প্রিন্সিপালদের কাছ থেকে এই বিষয়ে মতামত নেওয়া হবে। সেই মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট। কিছুদিন আগেই অনলাইন পরীক্ষার দাবিতে উত্তাল হয়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বর। উপাচার্যকে ঘেরাও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে পর্যন্ত ডাকতে হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী ২৭ মে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির প্রিন্সিপালদের নিয়ে বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, সে বিষয়ে প্রিন্সিপালদের কাছ থেকে মতামত নেওয়া হবে। সেই মতামতের ভিত্তিতেই আগামী ৩ জুন পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইছে, অফলাইনেই পরীক্ষা নিতে।শুধু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ই নয়, আলিয়া বিশ্ববিদ্যালয়েও সম্প্রতি অনলাইনে পরীক্ষার দাবিতে পড়ুয়াদের আন্দোলন হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ও এর থেকে বাদ যায়নি। পরীক্ষা অফলাইনে নাকি অনলাইনে হবে, তা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে। এই বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে অনলাইনে ক্লাস হয়েছে। ক্লাস যেহেতু অনলাইনে হয়েছে, তাই পরীক্ষাও অনলাইনেই নেওয়া হোক।