|
---|
অশীত ঘোষ, কলকাতা: কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে অধিকার ছিনিয়ে নিতে ২৬ শে নভেম্বর ‘রাজভবন চলো’ অভিযানের ডাক দেয় সংযুক্ত কিষান মোর্চা, সারা ভারত সংযুক্ত কিষান মোর্চা, এআইএসকেএস কেকেএসএস, পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি প্রমূখ।
তাদের দাবি কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে নরেগার কাজের শ্রমিকদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে।
১০০ দিনের কাজের দুর্নীতির জন্য শ্রমিকদের মজুরি আটকে রাখা চলবে না, রাজ্য সরকারকে ১০০০ কোটি টাকা তহবিল বানাতে হবে, যাতে নরেগার কাজের মজুরি পাঠাতে দেরি হলে এই তহবিল থেকে শ্রমিকের মজুরি দিতে হবে।