|
---|
নিজস্ব সংবাদদাতা: দুর্দান্ত ফুটবল ম্যাচ উপভোগ করলো ফুটবলপ্রেমীরা, এদিন ছিল ক্যামেরুন বনাম সার্বিয়ার ম্যাচ। শুরু থেকেই দুটি দল আক্রমণাত্মক খেলা খেলতে থাকে। ম্যাচের ২৯ মিনিটে ক্যামেরুন গোল করে এগিয়ে যায়। প্রথম হাফের অন্তিম লগ্নে সমতা ফেরায় সার্বিয়া। এর কিছুক্ষণ বাদে আরও একটি গোল করে ব্যবধান বাড়ায় সার্বিয়া। ম্যাচের ৫৩ মিনিটে আরেকটি গোল করে ৩ -১ ব্যবধানে এগিয়ে যায়। এরপরে দ্রুত ঘুরে দাঁড়ায় ক্যামেরুন, আক্রমণের ঝড় তুলে তারা। দ্বিতীয় হাফের মাঝামাঝি সময় দুটো গোল করে সমতা ফেরায় ক্যামেরুন। খেলার ফলাফল সার্বিয়া ৩ ক্যামেরুন ৩।