|
---|
নিজস্ব সংবাদদাতা : নির্বাচন শেষ শহরকে আগের চেহারায় ফিরিয়ে আনতে দলের প্রচার অভিযানের দেওয়াল লিখন, দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন সমূহ তুলে নেবার কর্মসূচি ৩৩ নং ওয়ার্ড থেকে আজ শুরু হলো শিলিগুড়ির ভাবী মেয়র গৌতম দেবের নেতৃত্বে।আজ সকাল থেকেই গৌতম দেব তার তেত্রিশ নং ওয়ার্ডের সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে তার তেত্রিশ নং ওয়ার্ডের সব দেওয়াল মুছে দেবার কাজ,পতাকা খোলা এবং সমস্ত flexখোলার কাজ শুরু করলেন।শিলিগুড়ির ভাবী মেয়র জানালেন ভোটের রেজাল্ট বের হয়ে গেছে দুদিন হল তাই আর দেরী না করে শিলিগুড়িকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু করলাম।মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে গেছেন তাই আর দেরী না করে কাজ শুরু করে দিলাম।একদিনে তো হবে না,দুতিন দিন লাগবে,কর্মীরা আমার জন্য অনেক করেছেন ওদের কাছে আমি কৃতজ্ঞ,তাই ওদের কে বললাম আর একটু কষ্ট করে এই কাজটুকু শেষ করে দিতে।আমার দুদিন লাগবে।তারপরে দুদিন বিশ্রাম নিয়ে মেয়র পদের জান্য শপথের জন্য তৈরী হব।