|
---|
মহঃ মফিজুর রহমান, নতুন গতি : বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিভিআইপি বিমান ব্যবহার করা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী । কমিশনের উদ্দেশ্যে লেখা চিঠিতে অধীরবাবু জানিয়েছেন, রাজনৈতিক কর্মসূচিতে আমি কোনও দিন সরকারি গাড়ি ব্যবহার করিনি । আমি বুঝতে পারছি না প্রধানমন্ত্রী কীভাবে রাজনৈতিক কর্মসূচির জন্যে ভিভিআইপি বিমান ব্যবহার করতে পারেন ?
উল্লেখ্য, গতকাল সোনারপুর ও তারকেশ্বরে জনসভা ছিল নরেন্দ্র মোদীর । আর মোদীর এই জনসভার জন্যই চূড়ান্ত হেনস্তার শিকার হতে হয়েছে অধীর চৌধুরীর । ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয় তাঁর গাড়ি । ফলে বাধ্য হয়ে পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করতে হয় তাঁকে । ৩ এপ্রিল মুখ্য নির্বাচন কমিশনার সুনিল অরোরাকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে এমনটাই দাবি করেছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী । তিনি জানিয়েছেন একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গতকাল তিনি গাড়ি করে দমদম এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন । সেই সময় তাঁর গাড়ি ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয় । মোদীর জনসভার জন্য তাঁর গাড়ি স্পেশাল প্রোটেকশন গার্ড ( এসপিজি ) আটকে রেখেছিল বলে পরে জানতে পারেন অধীর বাবু । ঘটনায় ক্ষুব্ধ হন তিনি । ফলে চিঠি লিখে অভিযোগ জানান নির্বাচন কমিশনে ।
চিঠিতে তিনি এটাও জানিয়েছেন, যেকোনও সরকারি ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নিরাপত্তা সবার আগে । কিন্তু যখন প্রধানমন্ত্রী কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন তখন যেন অন্য কোনও রাজনৈতিক নেতা হেনস্তার শিকার না হন । এব্যাপারে কমিশনকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়েছেন অধীরবাবু । একই সঙ্গে নরেন্দ্র মোদীর রাজনৈতিক কর্মসূচির জন্য ভিভিআইপি বিমান ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ।