ক্যান্সার আক্রান্ত রোগী বর্ধমানের পুলিশ সুপারকে রাখি পড়ালেন

লুতুব আলি, বর্ধমান : ১১ই আগস্ট, ক্যান্সার আক্রান্ত রোগী বর্ধমানের পুলিশ সুপারকে রাখি পড়ালেন। বর্ধমান শহরের অগ্রজ ও স্বেচ্ছাসেবী সংস্থা প্যা য়া রা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার ক্যান্সারে আক্রান্ত রোগী, দীপিকা দাস কে দিয়ে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশীষ সেন কে রাখি পড়ালেন। যে রাখিটি পুলিশ সুপারের হাতে পড়ানো হয়েছে তা সম্পূর্ণ জৈব বিয়োজক পদার্থ দ্বারা তৈরি কারিপাতা, অশ্বত্থ পাতা ও বিভিন্ন রকমের সবজি বীজ ও পাটের দড়ি ব্যবহার করা হয়েছে। এই অভিনব রাখি দেখে পুলিশ সুপার অভিভূত হয়েছেন। বিশেষ করে ক্যান্সারে আক্রান্ত রোগীকে আজ বিশেষ দিনে রাখি উৎসবে যোগদান করানোয় পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন। এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সংগঠনটি পরামর্শ অনুযায়ী তিনি তাঁর ব্যবহৃত রাখিটি তাঁর বাংলোর টবে রেখে দেবেন। তিনি ক্যান্সারে আক্রান্ত রোগীটির পাশে থাকা ও সংগঠনটি র পাশে থাকার সব রকমের আশ্বাস দেন। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, খুব ক্যান্সারে আক্রান্ত রোগীটিকে তাঁরা সর্বতোভাবে সহযোগিতা করে চলেছেন। তার একঘেয়েমি রোগগ্রস্ত জীবন থেকে একটু আনন্দ দান করার জন্য তাকে এই রাখি বন্ধন উৎসবে শামিল করা হয়েছে। এই রাখি গুলি ব্যবহার করে মাটিতে যেকোনো জায়গায় ফেলে দিলে তা থেকে সবজি পাওয়া যাবে। এই রাখি পরিবেশ বান্ধব। বাজারি রাখি পরিবেশকে দূষণ করে। সংস্থার সদস্য দ্যুতি কোনার, অঙ্কিতা সাম জানালেন, এই নতুন ধরনের রাখি তাঁরা নিজেরাই তৈরি করেছেন এবং এই রাখি তৈরি করে খুব আনন্দ পেয়েছেন। সংস্থার অন্যতম সদস্য সুদীপ দাস জানান, এই রাখি তৈরীর আইডিয়া তাঁরা তাঁদের শিক্ষক তথা সংস্থার সম্পাদক প্রলয় মজুমদারের কাছ থেকে পেয়েছেন। এই নতুন ধরনের রাখিতে বর্ধমান শহর জুড়ে আলোড়ন করে গেছে। রাখি তৈরীর কাজে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, চৈতালি ঘোষ, অয়ন মাঝি, ঐন্দ্রিলা সাধুখাঁ, শিল্পা অধিকারী, মনীষা দাস, অঙ্কিতা সাম প্রমুখ।