|
---|
শিলিগুড়ি: অবশেষে আজকে নমিনেশন জমা করলেন বিভিন্ন দলের প্রার্থীরা,যাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের বেশীরভাগ প্রার্থী ছিলেন।আজ সকাল থেকেই শিলিগুড়ির এস ডিও অফিসে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা চলে আসেন নিজেদের মনোনয়ন পত্র জমা করতে,সকালেই গৌতমদেব নিজের মনোনয়ন পত্র জমা করে দিয়ে চলে যান,গতকাল থেকে নতুনভাবে চালু হয়েছে কোভিড বিধি,তাই নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রার্থীর সাথে দুজনের বেশী ঢোকা বারন ছিলো,তাই প্রত্যেকেই বাধ্য হয়ে নিজেদের মনোনয়ন পত্র জমা দেন।
জেলা সভাপতি পাপিয়া ঘোষ সবকিছু খতিয়ে দেখছিলেন নীচে বসে।তিনি জানালেন দলের নির্দেশ মেনেই সব কিছুকরা হয়েছে।আমরা সবদিকে লক্ষ রেখেই আজ মনোনয়ন পত্র জমা করছি।এদিন উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে মনোনয়ন পত্র জমা করলেন মানিক দে,দুলাল দত্ত এবং শ্রাবনী দত্ত।নির্বাচন কমিশনের কড়া নির্দেশ অনুযায়ী কেউই দুজনের বেশী প্রার্থী নিয়ে প্রবেশ করেন নি।আজই মনোনয়ন পত্র জমা করবার শেষ দিন ছিলো,তাই সব দলের কর্মী এবং সমর্থকদের ভীড় ছিলো বেশী।আজকের পর আশা করাযায় সব দলই ভোটের ময়দানে নেমে পড়বে।তবে নির্বাচন কমিশনের আজ বিকেলেই সিদ্ধান্ত নেবার কথা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার জন্য।তারপরই হয়ত সব রাজনৈতিক দলগুলি তাদের ভোটকে নিয়ে নিজেদের পরিকল্পনা শুরু করবে।