|
---|
আজিজুর রহমান, গলসি : গলসির পুরসা এলাকার জাত কোলকোল মৌজায় জল মগ্ন গোটা মাঠ। জলের নিচে রয়েছে অসংখ্য ধানের বীজতলা। ঘটনায় বীজতলার বীজ পচে যাওয়ায় আশঙ্কা করছেন চাষিরা। জানা গেছে, ওই জায়গার ডিস্টুবিউটর ক্যানাল অর্থাৎ এলটু শাখাটি বেশকিছু অংশে জমে রয়েছে কচুরিপানা। যার জেরে জল নিকাশিতে ব্যাঘাত ঘটেছে। ফলে জলমগ্ন হয়ে গেছে এলাকার মাঠ। চাষিরা জানান, ক্যানালের বাঁধে বড় বড় মাটি কাটার যন্ত্র চলাচল করেছে। যার জেরে ক্যানাল এর বাঁধ বেসে গেছে। তার সাথে সাথে সেচের জল ছাড়ায় জল ক্যানাল টপকে মাঠে নামছে। ফলে এলাকার চল্লিশ পঞ্চাশ বিঘা জমির বীজধান এখন জলের তলায়। ওই জল দ্রুত না কমলে ক্ষতিগ্রস্ত হবেন পুরসা ও কোলকোল এলাকার চাষি কয়েকশ চাষি। তাদের দাবী সেচ ক্যানাল গুলি পরিস্কার করুক সেচ দপ্তর। সেচ দপ্তরের কর্মী ফাল্গুনী চ্যাটার্জ্জী ও বুদ্ধেশ্বর মালিক জানিয়েছেন, একদিকে সেচের জল অন্যদিকে বৃষ্টির জল মাঠে ঢুকেছে। চাষিদের থেকে খবর পেয়ে সেচের জল বন্ধ করেছি। যত তাড়াতাড়ি জল নামানো যার তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।