|
---|
ঘুটিয়ারী থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১
সাকিব হাসান, বারুইপুর: রাতের অন্ধকারে তল্লাশি অভিযান চালিয়ে ১ দুষ্কৃতি কে গ্রেফতার করলো বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারী শরীফ ফাড়ির পুলিশ। দুষ্কৃতির নাম মহম্মদ রহিম আলি লস্কর। পুলিশ সুত্রে জানা গিয়েছে, এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতিরা ঘোরাফেরা করছে। বেশকিছু দিন ধরেই গোপনে এমন খবর ঘুঁটিয়ারী শরীফ পুলিশ ফাঁড়ির ওসি ফারুক রহমান এর কাছে আসছিল। সামনে বিধানসভা নির্বাচন। বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় অশান্তি তৈরী করতে পারে দুষ্কৃতিরা। ফলে কোন প্রকার ঝুঁকি না নিয়ে নড়েচড়ে বসে ফাঁড়ির পুলিশ প্রশাসন। নির্দিষ্ট সুত্র মারফত গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাতে এলাকায় শুরু করে চিরুনী তল্লাশি অভিযান পুলিশ।