|
---|
উত্তরবঙ্গ: রেশন সামগ্রী নিয়ে যাবার সময় তলিয়ে গেল একটি পন্যবাহী গাড়ি।ঘটনাটি ঘটেছে এনজেপীর সামনে পুটিমাড়ি এলাকায়।ওই পন্যবাহী গাড়িটি এনজেপী থেকে পুটিমাড়ি যাচ্ছিল সামনে তিনবাতি এলাকায় ওই পন্যবোঝাই গাড়িটি পুকুরে পড়ে যায়।ওই গাড়িতে ছিল দুয়ারে রেশনের সমস্ত সামগ্রী।
পুকুরের জলে নষ্ট হয়ে যায় আটা,চাল এবং তেল।ওখানকার স্থানীয় মানুষেরা দৌড়িয়ে এসে সামান্য কিছু রেশন সামগ্রী উদ্বার করলেও নষ্ট হয়ে যায় অধিকাংশ সামগ্রী।পরে দমকল এসে ভ্যানটিকে উদ্বার করেন।ওই ভ্যানের চালক সামান্য আহত হয়েছেন।এদিকে এত রেশনের জিনিস নষ্ট হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারন মানুষেরা।তারা রেশন ডিলারকে আটকিয়ে রাখেন।এদিকে এক স্থানীয় সাংবাদিক এই ঘটনার ছবি তুলতে গেলে রেশন ডিলার নিতাই চন্দ্র দাস তাকে বাধা দেন এবং হেনস্থা করেন।