|
---|
করোনা আক্রান্ত আরও দুই বাংলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭
নতুন গতি ওয়েব ডেস্ক: শনিবার সন্ধ্যার সময় স্বাস্থ্য ভবনে করোনা আক্রান্তের রিপোর্ট আসে।সেই মতো জানান এ রাজ্যে আরও ২ জনের শরীলে করোনা পরীক্ষায় পজেটিভ এসেছে।এনিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ হল।
করোনা আক্রান্ত দুই জনে এগরার হাসপাতালে আইসলেশলে ভর্তি ছিলেন।সেই মতো দুজনের লালা রস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো বলে জানান স্বাস্থ্য ভবন।দুজন কে এগরা থেকে বেলেঘাটা আইডিতে আনা হয়েছে বলে জানা যাচ্ছে।
মূলত তারা ১৩ মার্চ পূর্ব মেদিনীপুর এগরায় বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন।তাদের অনেক কেই কয়রান্টিনে রাখা হয়েছিল। আর কয়েক জনকে আইসোলেশনে রাখা হয়েছিল তাদের দুজনের করোনা পজেটিভ এসেছে।
এই মুহূর্তে বাংলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ হল।