মারা গেলেন ভারতীয় অন্যতম কিংবদন্তি ফুটবলার “কার্লটন চাপম্যান

নতুন গতি ওয়েব ডেস্ক: সকাল সকাল ভারতীয় ফুটবলের দুঃসংবাদটা ভেসে এল কোচি থেকে। ভারতীয় ফুটবলের অন্যতম কিংবদন্তি কার্লটন চাপম্যান আর নেই। সোমবার ভোরে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেলেন ভারতীয় ফুটবলের অন্যতম এই জনপ্রিয় ফুটবলার। বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। কাম কোচ। জো পল আনচেরি, আইএম বিজয়ন দের সঙ্গে একসময় চুটিয়ে খেলা চাপম্যান সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কাপ জিতেছেন ।

     

    জেসিটি তে তিনি ও বাইচুং ভুটিয়া যেমন একটা সেরা জুটি ছিলেন। এক সময় ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এও তিনি ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। ফুটবল থেকে অবসর নেওয়ার পর টাটা ফুটবল একাডেমীর কোচের দায়িত্ব গ্রহণ করেন চাপম্যান। ভারতীয় অনূর্ধ্ব ১৯ ফুটবল দলকেও কোচিং করিয়েছেন কিংবদন্তি এই ফুটবলার। সম্প্রতি আই লিগেরও বেশ কয়েকটি টিমের কোচিং দায়িত্ব দেওয়া হয়েছিল তার ওপর। চাপম্যান এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ফুটবল মহলে।