|
---|
নিজস্ব সংবাদদাতা :পণ্য পরিবহনের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল গবাদি পশু। আটক চারটি লরি, উদ্ধার ৬৬ টি মহিষ। প্রসঙ্গত জানা গেছে সোমবার রাতে বাগডোগরা থানার অন্তর্গত রাঙা পানি ফাড়ির পুলিশ নাকা তল্লাশি চালানোর সময় গোটা বিষয়টি নজরে আসে। এরপর পুলিশ পিছু নেয় লরিগুলির। পুলিশের তাড়া খেয়ে গাড়ির ড্রাইভাররা এনজিপির দিকে গাড়ি গুলি নিয়ে পালানোর চেষ্টা করে। এরপর এনজিপি থানার পুলিশের কাছে খবর আছে রাঙাপানি পুলিশের তাড়া খেয়ে চারটে গাড়ি দিকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে এনজিপি থানার পুলিশ লরি গুলি ধরতে অগ্রসর হয়। এরপর এনজিপি ও রাঙাপানি পুলিশ গাড়ি গুলি পাকড়াও করে। তবে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় ড্রাইভারেরা। সেই জন্য তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি । গাড়ি গুলির নম্বরে সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। মহিষগুলোকে উদ্ধার করা হয়েছে। মহিষ খেয়াল রাখবার জন্য জন্য নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে।