|
---|
রহমতুল্লাহ ও মনোয়ারুল ইসলাম, মুর্শিদাবাদ:সাইকেলে চেপে ভারত ভ্রমণ করলেন এবার মুর্শিদাবাদ জেলার লালগোলা ছেলে জোজো কুমার। করোনা মহামারী আবহ এবং লক ডাউনকে উপেক্ষা করে নিজস্ব সাইকেল কে সঙ্গী করে বেরিয়ে পড়া। আজ ২৭৭ দিন পরে ভারত ভ্রমণ করে মুর্শিদাবাদের লালগোলা ফিরলেন লালগোলার ভূমিপুত্র জোজো কুমার। তাকে স্বাগত জানাতে লালগোলায় অপেক্ষায় ছিলেন পুরো লালগোলাবাসী।অতি মহামারীর মধ্যে ভারতবাসী কে গাছ লাগান জীবন বাঁচান, রক্তদান জীবন দান, প্লাস্টিক মুক্ত সমাজ গোড়ে তোলার বার্তা নিয়েই ভ্রমণে বের হন তিনি।