হেফাজতে না নিয়েই চলবে সিবিআই জেরা আপাতত স্বস্তিতে ssc এর দুই প্রাক্তন কর্তা

নিজস্ব সংবাদদাতা : নিয়োগে বেনিয়ম মামলায়  কিছুটা স্বস্তিতে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা  এবং অলোককুমার সরকার। নিয়োগে বেনিয়ম মামলায় আপাতত তাদেরকে হেফাজতে নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । তবে তাঁদের আজ অর্থাৎ মঙ্গলবারই সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে। এদিন বিকেলে এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।৯৮ জনের নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির দিকে আঙুল উঠেছে। কমিটির প্রধান এসপি সিনহা-সহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। এদিন এক নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, “সিবিআই যদি মনে করে, তাহলে শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক তদন্তকারীরা।” এবার সেই নির্দেশের উপরই ফের ‘রক্ষাকবচ’ পেলেন এসপি সিনহা (SP Sinha)।এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা।

    এদিকে হাজিরা এড়াতে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন এসএসসির পাঁচ কর্তা। একাধিক ডিভিশন বেঞ্চ সেই আবেদন গ্রহণ করেনি। শেষপর্যন্ত বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চ এই আবেদনের শুনানি করে। সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পুরো নির্দেশনামা বহাল রাখলেও একটি অংশের উপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। “সিবিআই যদি প্রয়োজন মনে করে তাহলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে” – নির্দেশনামার এই অংশ আপাতত স্থগিত রাখে উচ্চ আদালত। ফলে এখনই দুই কর্তাকে নিজেদের হেফাজতে নিতে পারছে না সিবিআই। এদিকে ৯৮ জন চাকরিপ্রার্থী কীভাবে চাকরি পেলেন, তা জানতে তাঁদের নোটিস পাঠিয়েছে সিবিআই। বিকেল সোয়া পাঁচটা নাগাদ সিবিআই দপ্তর নিজাম প্যালেসে হাজিরা দিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা।

     

    এদিকে, আজও এসএসসি মামলা থেকে অব্যাহতি নিল আরেক ডিভিশন বেঞ্চ। এ নিয়ে মোট চারটি বেঞ্চের বিচারপতিরা ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা শোনেননি। ফলে তা ফের প্রধান বিচারপতির বেঞ্চে ফিরে গিয়েছে।