|
---|
নিজস্ব সংবাদদাতা,মালদা: দালাল চক্রের জাল রেলের টিকিট সহ দুই পান্ডাকে গ্রেফতার করলো মালদা রেলের সিআইবি শাখার অফিসারেরা। সিআইবি ব্রাঞ্চের অফিসারের হাতে এদিন সকালে মালদার কালিয়াচকের খালতিপুর স্টেশন এলাকা থেকে জাল টিকিট চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করেছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম জোহত আলী(৪৫)। হাসিমুদ্দিন আলী (৫৫) ধৃতদের বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি দূরপাল্লার তৎকাল জাল টিকিট, দুরপাল্লার ট্রেনের, ছটি ফর্ম ও ২৯০০ টাকার ভারতীয় নোট। এছাড়া উদ্ধার হয়েছে দুটি মোবাইল ফোন। রেলের মালদা শাখার সিআইবি ব্রাঞ্চের ইন্সপেক্টর বি.এস. মিনারের নেতৃত্বে একটি দল এদের গ্রেপ্তার করে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মালদার কালিয়াচকের খালতিপুর স্টেশনে মানুষ প্রয়োজনীয় টিকিট পাচ্ছিলেন না। যাত্রীরা অভিযোগ করেছিলেন খালতিপুর স্টেশনে কাউন্টারে সংরক্ষিত আসনের টিকিট পাওয়া যেত না। অথচ বাইরে এক শ্রেণীর দালাল চক্র মোটা টাকা দিলেই দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত আসনের টিকিটের ব্যবস্থা করে দিচ্ছিল। যার ফলে যাত্রীদের নির্দিষ্ট দামের থেকে বেশী মূল্য দিয়ে দূরপাল্লার টিকিট কাটতে হচ্ছিল। দীর্ঘদিন ধরে এই অভিযোগ রেল আধিকারিকের কাছে করা হলেও কোনো সুরাহা হচ্ছিল না। এদিন সকালে রেলের মালদা শাখার সিআইবি অফিসারেরা গোপন সূত্রে খবর পেয়ে খালতিপুর স্টেশনে হানা দেয়। সেখানে হাতেনাতে ধরা পড়ে যায় দুই ব্যবসায়ী। ওই দুজনকে গ্রেফতার করে সিআইবি অফিসারেরা। আজ জেলা আদালতে পেশকরা হয়।