এসএসসি দপ্তরে তল্লাশি চালিয়ে জরুরি নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই রাজনীতি 30 May 2022 by নতুন গতি দেবজিৎ মুখার্জি, কলকাতা: এসএসসি দপ্তরে তল্লাশি চালিয়ে প্রচুর নথি, ফাইল ও ৮ -১০ টি হার্ডডিক্স বাজেয়াপ্ত করেছে সিবিআই। বহু সন্দেহ জনক নথি নিয়ে যাওয়া হলো নিজাম প্যালেসে। জানা গিয়েছে, প্রমাণাদি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।