বীরভূম থেকে নদিয়া, অনুব্রতর বিপুল সম্পত্তির হদিশ পেল সিবিআই

নিজস্ব সংবাদদাতা : বীরভূম থেকে নদিয়া, অনুব্রতর বিপুল সম্পত্তির হদিশ পেল সিবিআই। অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর থেকেই গরু পাচার কাণ্ডে জোরকদমে সিবিআই তদন্ত শুরু করেছে। আর সেই সূত্রেই ‘ভোলে ব্যোম’ রাইস মিলে নজর পড়েছে সিবিআই-এর। গরু পাচারকাণ্ডের তদন্তে নেমে একাধিকবার এই রাইস মিলের প্রসঙ্গ উঠে এসেছে। এবার সেই সূত্রেই এই রাইস মিলে হানা দেয় সিবিআই।কিন্তু, সিবিআই আধিকারিকরা সেখানে ঢুকতে গেলেই এদিন বাধা দেয় রাইস মিলের তদন্তকারীরা। পরে অবশ্য তাঁরা ঢোকেন ওই রাইস মিলে। আর সেখানে ঢুকেই চক্ষু চড়কগাছ সিবিআই-এর। দেখা যায়, অনুব্রত মণ্ডলের রাইস মিলে দামিদামি গাড়ির সারি। দেশি, বিদেশি গাড়ির সারি দেখে চমকে ওঠে সিবিআই।