|
---|
সৌগত মন্ডল,নতুন গতি, মুরারই-বীরভূম:-
সোমবার মুরারই ১নং ব্লকের পলসা থেকে হরিসপুর যাবার রাস্তার দুই পাশে ও কারবালা খেলার মাঠের চার পাশে, প্রায় ১৫0 টি চারা গাছ লাগানো হয়। খবর সূত্র জানা গেছে, মুরারই ১নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং পলশা গ্রাম পঞ্চায়েতের পরিকল্পনায় এই বৃক্ষরোপণ অনুষ্ঠান পালন করা হচ্ছে । মুরারই ১নম্বর ব্লকের বিডিও জানান , ” আজকে পলশা থেকে হরিশপুর যাওয়ার রাস্তার দূর পাশে কৃষ্ণচূড়ার গাছ লাগানোর কর্মসূচি চলছে এছাড়াও পলশা গ্রামের কারবালা মাঠে দীর্ঘদিন ধরে আমাদের চিন্তা ভাবনা ছিল, মাঠের চারপাশে গাছ লাগানো , তা আজ পূর্ণ হলো। আজকে মোট ১৫০টি গাছ লাগানো হয়েছে”। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুরারই ১ নম্বর ব্লকের বিডিও নিশীথ ভাস্কর পাল, পলশা গ্রাম পঞ্চায়েতের প্রধান অষ্টম রবি দাস ,সহ বেশকিছু পঞ্চায়েতের সদস্যরা”।