|
---|
নিজস্ব সংবাদদাতা: কুড়া পি ডব্লু ডি ময়দানে আজ পালিত হল ।আন্তর্জাতিক যোগা দিবস,উপস্থিত পৌরসভার চেয়ারম্যান সহ একাধিক বিশিষ্ট অতিথিরা ।আজ আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পি ডব্লু ডি ময়দানে।
এই যোগাতে অংশ নেয় প্রায় ১২০০জন ।
পাঁশকুড়া স্পোর্টস ডেভলপমেন্ট একাডেমির উদ্যোগে সকালে প্রভাতফেরীর পর জাতীয় পতাকা উত্তোলন ও অতিথি বরনের পর যোগ ব্যায়াম অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ কুমার মিশ্র,রাজ্যের PEFI রJoint সেক্রেটারি প্রসূন চ্যাটার্জী, সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন সুদীপ্ত বিশ্বাস ,পাঁশকুড়ার SDO অভিনব মজুমদার,
সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
পূর্ব মেদিনীপুরের বিভিন্ন সংগঠন আজ অংশগ্রহন করে এই যোগা দিবস উদযাপনে।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ।পাঁশকুড়া স্পোর্টস ডেভেলোপমেন্ট একাডেমির সেক্রেটারি অঞ্জন মণ্ডল।