|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: ২০০টি মোমবাতি জ্বালিয়ে দ্বি শততম জন্মদিন পালনের সমাপ্তি অনুষ্ঠান হলো বিদ্যাসাগরের জন্মভীটে বীরসিংহ গ্রামে। এই ২০০টি মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। অনুষ্ঠান চলবে ৩ দিন ধরে।
প্রসঙ্গত, গতবছর ২৪শে সেপ্টেম্বর বর্ষব্যাপী বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকী উৎসবের সূচনা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বীরসিংহ গ্রামকে মডেল গ্রাম হিসেবে ঘোষণা করেছিলেন। এছাড়াও বীরসিংহ গ্রামের সার্বিক উন্নয়নের জন্য গঠন করেছিলেন বীরসিংহ উন্নয়ন পর্ষদ। তখনই তিনি ঘোষণা করেছিলেন আগামী এক বছর জুড়ে গোটা রাজ্যে জম্ম দ্বিশতবর্ষ উদযাপন হবে ।
করোনা পরিস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় আজ শনিবার সকালে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কমল। এছাড়াও এদিন মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, জেলা এসসি সেলের সভাপতি ও বিধায়ক শংকর দোলই, দাসপুর বিধায়ক মমতা ভূঁইয়াসহ অন্যান্যরা।
জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি বলেন, অনুষ্ঠান হবে ছোট করে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মত আগামী এক বছরের মধ্যে গোটা বীরসিংহ গ্রাম সেজে উঠবে।