রবীন্দ্র স্মৃতি সমিতির ৭৮ তম প্রতিষ্ঠা দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: কোভিড বিধি মেনে পালিত হলো রবীন্দ্র স্মৃতি সমিতির প্রতিষ্ঠা দিবস।শুক্রবার ছিল মেদিনীপুর শহর তথা জেলার সংস্কৃতি চর্চার অন্যতম প্রতিষ্ঠান রবীন্দ্র স্মৃতি সমিতির ৭৮ তম প্রতিষ্ঠা দিবস।এই দিনটিকে স্মরণ রেখে শুক্রবার সকালে রবীন্দ্র নিলয় প্রেক্ষাগৃহে রবীন্দ্র স্মৃতি সমিতির কার্যালয়ে পতাকা উত্তোলন, রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান,হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও স্বল্পসংখক শিল্পীদের নিয়ে ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করেন রবীন্দ্র স্মৃতি সমিতির সদস্য- সদস্যা ও শুভানুধ্যায়ীরা।

    কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন সমিতির সভাপতি জগবন্ধু অধিকারী,সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, অতুল কৃষ্ণ মন্ডল,জয়ন্ত সাহা, অমিয় পাল, সুদীপ মাইতি, সুজিত কুমার দে,দীপক বসু,জয়ন্ত মন্ডল,সুতৃপ্তা মন্ডল,সোমা মন্ডল,রথীন দাস,পরেশ দাশ ,স্মৃতিকণা মাসান্ত,অমিত কুমার দাস ,তাপস মন্নাসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা,সুতৃপ্তা মন্ডল, স্মৃতিকণা মাসান্ত,রথীন দাস,সোমা চট্টরাজ,আলোক দত্ত,তাপস মান্না ,নারায়ণী মান্না,ঋতপা দাস, শুভজিৎ চৌধুরী প্রমুখ। নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী ঈশিতা চট্টোপাধ্যায়, নবনীতা বসু, শ্রাবণী দত্ত, রাজীব খান, সহেলী বেরা খান, মৈথিলী চ্যাটার্জী প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী অমিয় পাল, মালবিকা পাল,সবিতা মাইতি, অনিন্দিতা শাসমল প্রমুখ। দিনটির গুরুত্ব ও রবীন্দ্র স্মৃতি সমিতির ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন সভাপতি জগবন্ধু অধিকারী ও সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা। তিনি আশা ব্যক্ত করে বলেন, আগামী বছর কোভিড কেটে গেলে সমিতির প্রতিষ্ঠা দিবসের দিনটি সাড়ম্বরে পালিত হবে।