আন্তর্জাতিক বই দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর…. রবিবার ছিল ‘আন্তর্জাতিক বই দিবস’। দিনটি গুরুত্ব সহকারে পালন করলো।পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘে মেদিনীপুর শহর শাখা। এদিন সকালে সংগঠনের উদ‍্যোগে ‘কৃষ্টিসংসদ’ ভবনে গ্রন্থপাঠ, বইয়ের প্রকাশনা, বিপনন, সংরক্ষণ ও কপিরাইট নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন সাহিত‍্যিক বিমল গুড়িয়া, কৌশিক দাশগুপ্ত, অচিন্ত মারিক, অভিনন্দন মুখোপাধ্যায়, সমাজসেবী তারাশঙ্কর বিশ্বাস, অসীম মুখোপাধ্যায়, শিক্ষিকা ও বাচিক শিল্পী অনিন্দিতা শাসমল প্রমুখ। রবীন্দ্রনাথের ধর্মচিন্তা: দেবলোক থেকে মানবলোক গ্রন্থের অংশ বিশেষ পাঠ করেন আবৃত্তিকার কেয়া সেন ও অর্ণব বেরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রদীপ বসু। অনুষ্ঠানে অচিন্ত মারিকের লেখা ‘ বিশ্ব বই দিবস উপলক্ষে দশটি বই’ পুস্তিকাটি প্রকাশিত হয়। এদিনের আলোচনায় গ্রামীণ লাইব্রেরীগুলিকে পুনরুজীবিত করা ও শৈশব থেকে পাঠ‍্যপুস্তকের পাশাপাশি আরও অন্যান্য বিভিন্ন বই পড়ার অভ‍্যাস গড়ে তোলার প্রসঙ্গটি গুরুত্বের সংগে উত্থাপিত হয়।