ডায়মন্ড হারবার প্রেস কর্নারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- সারা দেশের পাশাপাশি এদিন মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার প্রেস কর্নারে স্কুল ছাত্র-ছাত্রী এবং সকল সংবাদিকদের নিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এদিন প্রেস কর্নার প্রাঙ্গণে কবিতা,অঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই শহীদ দিবস পালন করা হয় বলে জানালেন প্রেস কর্নারের সম্পাদক নকিবুদ্দিন গাজী। তিনি জানান, এদিন সকালে আমাদের গর্বের বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য যারা প্রাণ দিয়েছিল, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবী ডা: ইয়ার নবী গায়েন, এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার প্রেস কর্নারের সকল সদস্য প্রবীণ ও নবীন সংবাদিক সহ পড়ুয়া ও অভিভাবক থেকে শুরু করে আরো অন্যান্য সকল বিশিষ্ঠ ব্যাক্তিবর্গরা। এদিন সকল সংবাদিক সহ পড়ুয়ারা ডায়মন্ড হারবার শহরে এক পথ সভা করেন। এবং উক্ত অনুষ্ঠান মঞ্চে সাথে পড়ুয়ারাও গেয়ে ওঠে, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। মনোজ্ঞ নৃত্যে মন জুড়িয়ে যায় উপস্থিত সকল পড়ুয়াদের। ডায়মন্ড হারবার প্রেস কর্নারের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ সহ সাধারণ মানুষ।