|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলী : বাঘে আক্রমণে আহত ও নিহত পরিবারের সদস্যদের নিয়ে ৮ই মার্চ বুধবার কুলতলি ব্লকের দেউলবাড়ি দেবীপুর অঞ্চলের কাঁটামারি বালক সংঘের পরিচালনায় শহীদ ভগত সিং স্কুল মাঠে অনুষ্ঠিত হলো, আন্তর্জাতিক নারী দিবসের দিনে পিছিয়ে পড়া জীবন জীবিকার তাগিদে সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমনে আহত কিম্বা নিহত হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মানবাধিকার সংগঠন APDR আজ এই বিশেষ দিনটি উৎযাপন করল। এই সভায় উপস্থিত ছিলেন এপিডিয়ারের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ সুর, রাজ্য কমিটির সহ-সম্পাদক ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক আলতাব আহমেদ, মিঠুন মন্ডল জয়নগর জয়নগর শাখার সম্পাদক, সঞ্চিতা আলী গোচরণ বারাসাত শাখার আহ্বায়ক, শাহানারা খাতুন ডায়মন্ড হারবার শাখার সম্পাদক, নিশা বিশ্বাস এ পিডিআর এর রাজ্য কমিটির সদস্যা, দেবাশীষ ভট্টাচার্য। দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি। বিশেষ করে সুন্দরবন এলাকায় বাঘের আক্রমণে আহত কিম্বা নিহত হয়েছে শতাধিক পরিবার।এই সমস্ত পরিবারের সদস্যদের বিকল্প কর্মসংস্থান সহ তাদের জীবন জীবিকার মানোন্নয়নের জন্য এপিডিয়ার সর্বসময় আন্দোলন করে আসছে ও এই সমস্ত পরিবারদের পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে আজ আন্তর্জাতিক নারী দিবসের দিন এপিডিআর এর পক্ষ থেকে কয়েকশত মানুষ মারা বাঘে আক্রান্ত পরিবারদের নিয়ে এমনই নারী দিবস পালন। বিশেষ করে যেখানে একান্ত নাটকের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।