বীরভূমে শহীদ দিবস পালন জাতীয় কংগ্রেসের পক্ষে

নিজস্ব সংবাদদাতা: ২১ শে জুলাই শহীদ দিবস পালন করা হচ্ছে, একদা কলকাতার বুকে যুব কংগ্রেসের উদ্যোগে ভোটারদের পরিচয়পত্র প্রদানের দাবিতে মহাকরণ অভিযানের সময় তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের হাতে ১৩ জন দলীয় কর্মী খুন হয়। সেই থেকে প্রতি বছর দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে থাকে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার।

    বীরভূম জেলা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ময়ূরেশ্বর বিধানসভার গদাধরপুর বাজারে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। উল্লেখ্য,সেই দিনটি ছিল ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের নেতৃত্বে No Identity, No Vote সেই দাবীকে সামনে রেখে সেদিন মহাকরণ অভিযানের সময় কলকাতা ধর্মতলায় তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের হাতে ১৩ জন যুব কংগ্রেস কর্মীদের গুলি করে হত্যা করা হয়েছিল। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজ সেই সমস্ত অমর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা, ময়ূরেশ্বর – ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী, ময়ূরেশ্বর – ২ নং ব্লক কংগ্রেস সভাপতি জাসমির খান, জেলা কংগ্রেস সদস্য সেখ কবির হোসেন প্রমূখ জাতীয় কংগ্রেসের কর্মী ও নেতৃবৃন্দ। জেলা কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা তার বক্তব্যে ১৯৯৩ সালের ২১ শে জুলাই এ ঘটে যাওয়া সেই নারকীয় হত্যাকাণ্ডের কথা তথা দলীয় কর্মীদের প্রতি পুলিশের নির্বিচারে গুলিচালনার কথা তুলে ধরেন। আজকের স্মরণসভা থেকে সেই ১৩ জন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি দোষীদের ফাঁসির দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।