|
---|
নিজস্ব সংবাদদাতা :আজ কিংবদন্তি ক্রিকেটার পঙ্কজ রায়ের জন্মদিবস ।উনি ভারতীয় ক্রিকেট দলের পঞ্চাশের দশকে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। আজ শিলিগুড়ি পুর নিগমের তরফ থেকে তাঁর ৯৬ তম জন্ম দিবস পালিত হলো।শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় শিলিগুড়ি পুর নিগমের তরফ থেকে।
এদিন সকালে ভারতের বিখ্যাত ক্রিকেটারের জন্মদিন পালিত হয়।শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে সমস্ত কাউন্সিলার এবং এম এম আই সিরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন জানান,এই প্রবাদপ্রতিম ক্রিকেটারৈর ছবিতে। মেয়র গৌতম দেব ও এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও শ্রদ্ধা নিবেদন করেন।
নিজেরাও এসে মালা দিয়ে দেন। পঙ্কজ রায় শুধু ভারত নয় বাংলা ক্রিকেটর গর্ব। পঞ্চাশের দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় দলের খেলোয়ার ছিলেন পঙ্কজ রায়।