|
---|
সজল দাশগুপ্ত, শিলিগুড়ি : আজ সোনার মেয়ে রিচার জন্মদিন, বুধবার রিচা নিজের শহরে ফিরেছে।শিলিগুড়ি পুর নিগম, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ, শিলিগুড়ির ক্রীড়াপ্রেমি মানুষ তথা বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে, ২০২৩ এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন এবং ২০২৩ আইসিসি অনূর্ধ্বা-১৯ মহিলা টি২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের বিশ্বকাপ জয়ী ইন্ডিয়া টিমের অন্যতম খেলোয়াড় ঘরের মেয়ে শ্রীমতী রিচা ঘোষের জন্মদিন পালন করা হলো ।
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ধুমধাম করে রিচা ঘোষের জন্মদিন আজ পালন করা হলো। এই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সদস্য গণ, এছাড়া আরো অনেকেই। সকলে রিচাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রীতিমত কেক কেটে রিচার জন্মদিন পালন করা হয়। এর আগে এদিন সকালে রিচার বাড়িতে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পৌঁছে যান মেয়র গৌতম দেব। রিচার মা জানান রিচার পছন্দ ফ্রাই ড্রাইস,কিন্তু গরমের জন্য হয়নি। তবে মাছ,চিকেন হয়েছে।