সিরাতুন্নবী উদযাপন ও পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ

সামসুর রহমান, উস্থি: শেরপুর ব্লক জমিয়তের উদ্যোগে শেষ পায়গম্বর হযরত মুহাম্মদ সা: কে নিয়ে বিশেষ আলোচনা সভা ও নব তালিম পত্রিকার ২য় সংখ্যা প্রকাশকে ঘিরে রবিবার অর্থাৎ ২৭ শে নভেম্বর ২০২২, দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্থি থানার শেরপুরের “রহমানিয়া হাই মাদ্রাসায়” একটি মহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে বহু বিদগ্ধ ব্যক্তিত্বের উপস্থিতি লক্ষ্য করা যায়, এক কথায় চাঁদের হাট বসেছিল বলাই যায়। প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও পুবের কলম–এর সম্পাদক আহমদ হাসান ইমরান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি গবেষণা পরিষদের উপদেষ্টা মাওলানা আবদুল হামিদ কাসেমী, মুফতি লিয়াকত আলি, বেলুরমঠ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী পরমানন্দ , অধ্যাপক ড. সাইফুদ্দিন মাজাহেরী, মাও : হাবিবুর রহমান, হাজি আজিজুল হক, একাধিক শিক্ষারত্ন প্রাপক ক্রমে হায়বত আলী,নুর নবী,আবুল হাশেম সহ বহু এছাড়াও একাধিক অধ্যাপক , শিক্ষক , সরকারি আধিকারিক সহ এলাকার বহু জ্ঞানী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।প্রত্যেকে ইসলামের আলোকে নবীর নানাবিধ দিক নিয়ে কথা রাখেন।

    যাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারায় এই অনুষ্ঠানটি সম্পাদিত হয়েছে তারা হলেন হাফেজ হাসানুজ্জামান, মাওলানা ঈসা হক কাশেমি, মাওলানা আব্দুল জুব্বার, ইউসুফ মন্ডল,ডাক্তার জাকির মন্ডল,বহু মাষ্টার ক্রমে আবু সিদ্দিক , রকিব,মুজাহিদ মাওলানা মসিয়ুর,মাওলানা সাইফুল্লাহ প্রমূখ ।

    সমস্ত অনুষ্ঠানটি শিক্ষারত্ন আবুল হাশেম, আইনজীবী আব্দুস সালাম ও শিক্ষক মিনহাজুর রহমান সাহেব যৌথভাবে পরিচালনা করেন।