নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী পালন

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ কোভিড বিধিকে মান্যতা দিয়ে, সামাজিক দূরত্ব বজায় রেখে  আজ ২৩ শে জানুয়ারী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন পালিত হল। এই উপলক্ষে জেলার বিভিন্ন ব্লকে বিশেষ করে স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সাথে রাজনৈতিক নেতা কর্মীদের উদ্যোগে পতাকা উত্তোলন করা হয়। নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতি কৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলন করেন জেলার প্রতিটি বিধানসভার  বিধায়ক সহ বিশিষ্ট সমাজসেবীরা, মুলত নেতাজি সুভাষচন্দ্র বসুর ট্যাবলো বাতিল করার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয়। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে নেতাজি সুভাষ চন্দ্রের অগ্রণী ভূমিকা থাকার পরেও সেই মহান নেতার এতো বঞ্চনা কেন? তৃণমূলের নেতৃত্বরা এমনি মত পোষণ করেন। গতকাল বিভিন্ন প্রান্তে নেতাজি জন্মজয়ন্তী পালিত হয়। কাল সকাল থেকে দেশাত্মবোধক সঙ্গীত , নৃত্য পরিবেশন ও ছোট ছোট শিশুদের কবিতা আবৃত্তি ও বক্তৃতার মধ্য দিয়ে ভারতের বীর সন্তান নেতাজী সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।