|
---|
সেখ মহম্মদ ইমরান, কেশপুর:বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম দিবস উপলক্ষে তার জন্মভিটা কেশপুরের মোহবনি গ্রামে শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে ক্ষুদিরাম বসুর জন্মদিন পালন হলো। এদিন সকালে একটি শোভাযাত্রা বের হয়। এছাড়াও শহীদ বেদীতে মাল্যদান করা হয় এবং সংক্ষিপ্ত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন কেশপুর বিডিও দীপক ঘোষ, কেশপুর ওসি অঞ্জনী তেওয়ারী, সমাজসেবী চিত্ত গড়াই , সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠি , শিক্ষক শেখ মোকাররম সহ অন্যান্যরা ।
এছাড়াও সংকল্প ফাউন্ডেশন এর পক্ষ থেকেমেদিনীপুর হবিবপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে ভারতের কনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর 133 তম জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে মাল্যদান করা হয় এবং সংক্ষিপ্ত আলোচনা করা হয়। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন গোপাল সাহা, পারমিতা সাউ , পিন্টু সাউ ও সদস্য বৃন্দ।