|
---|
নিজস্ব সংবাদদাতা, গড়বেতা: সুবীর মন্ডল ও রুমা দে মন্ডল দুইজনেই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের কর্মী. তাঁদের একমাত্র সন্তান ঋষিকেশ মন্ডল ৬ বছর শেষ করে ৭ এ পা দিল শনিবার। গড়বেতার স্বেচ্ছাসেবী সংগঠন সিভিল আর্মির সহযোগিতায় মন্ডল দম্পতি তাঁদের ছেলে ঋষিকেশের জন্মদিন পালন করলেন গরবেতা ১ নম্বর ব্লকের বুড়িয়ামী গ্রামের বাচ্চাদের সাথে।
গ্রামের দুপুরের খাওয়া-দাওয়া ও গ্রামের মানুষদের মিষ্টিমুখ করানো হলো মন্ডল পরিবারের পক্ষ থেকে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশবিদ্ বৃক্ষবন্ধু সুব্রত নিয়োগী, ক্রীড়াবিদ শ্যামল , শিক্ষক ও সমাজসেবী মানস বাঁকুড়া সহসিভিল আর্মি গ্রুপের সদস্য-সদস্যারা।