|
---|
পূর্ব মেদিনীপুর জাতীয় কংগ্রেস এর উদগ্যে মহান ব্যাক্তিদের জন্মদিবস উৎযাপন
শেখ আরেফুল, পূর্ব মেদিনীপুর : আজ ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীজী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে তমলুক জেলা কংগ্রেস অফিসে মনীষিদের প্রতিকৃতিতে মাল্যদানের পর কেন্দ্রের বিজেপি সরকারের কিষান-মজদুর বিরোধী কালা কানুনের বিরুদ্ধে ও রাহুল গান্ধীও প্রিয়াঙ্কা গান্ধীর উপর যোগী আদিত্যনাথ সরকারের পুলিসের বর্বরোচিত আক্রমনের বিরুদ্ধে দীপ্ত মিছিল তমলুক শহর পরিক্রমা করে মানিকতলা মোড়ে শহীদ মাতঙ্গীনি হাজরার মুর্তির পাদদেশে পথসভায় মিলিত হয়। বক্তব্য রাখেন— দীপক দাস ক্ষিতিন্দ্র মোহন সাহু,প্রণব দাস,মদন মোহন জানা,শেখ মতিন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।