|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি: বয়স্ক মানুষদের সাথে একাডেমীর জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন নৃত্যশিল্পীরা। চেনা ছকের বাইরে গিয়ে পালিত হলো নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্মদিন। রবিবার ছিল মেদিনীপুরের পরিচিত নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান শেষাদ্রী ডান্স একাডেমীর চতুর্থ প্রতিষ্ঠা দিবস। একাডেমীর কর্ণাধার নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র চেয়েছিলেন সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে তাঁর প্রতিষ্ঠানের জন্মদিন পালন করতে।সেইমতো রবিবার সন্ধ্যায় নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র তাঁর প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব মূলক কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে, মেদিনীপুর শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে পুরসভার জনকল্যাণ ভবনে উপস্থিত হন এবং সেখানে বসবাস কারী বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে কিছু ফল-মিস্টি ও শুকনো খাবার তুলে দেন একাডেমীর প্রতিষ্ঠা দিবসের উপহার হিসেবে।পাশাপাশি আবাসিকদের আনন্দ দেওয়ার জন্য নৃত্য পরিবেশন করেন। উপস্থিত বৃদ্ধবৃদ্ধারা শেষাদ্রী মিশ্রসহ একাডেমীর অন্যদের প্রাণ খুলে আশীর্বাদ করেন।
এদিনের কর্মসূচিতে নৃত্য প্রশিক্ষিকা শেষাদ্রী মিশ্রসহ একাডেমীর পক্ষে রূপালী দে পড়িয়া,অপর্ণা বিদ, রূপালী দে বারুই, প্রিয়াংকা বিষই,সম্প্রীতি খাঁড়া প্রমুখ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি শেষাদ্রী মিশ্রের আহ্বানে উপস্থিত ছিলেন সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া।