|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- আজ ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস- যাহা মে দিবস নামেও সর্বপরিচিত। প্রতি বছর ১ লা মে দিনটি বিশ্বব্যাপী বিভিন্ন সংগঠন,শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয় । এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস।
পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে।
উল্লেখ্য ১৮৮৪ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টার বেশি কাজ না করানোর দাবিতে আন্দোলন শুরু করেন। জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি মহঃবাজার সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে ঐতিহাসিক মহান মে দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। স্থানীয় দলীয় কার্যালয়ে রক্তিম পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্টির নেতা থেকে দলীয় কর্মীরা। এরপর সুসজ্জিত একটি মিছিল মহম্মদ বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্যা মাধবী বাগ্দী সহ এরিয়া কমিটির নেতৃত্ব ও দলীয় সমর্থকগন।