ডায়মন্ড হারবার সাস্থ্য জেলার পক্ষ থেকে বিশ্ব এডস দিবস পালন

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- এইডস দিবস হল একটি আন্তর্জাতিক দিবস। ১৯৮৮ সাল থেকে প্রতি বছর ১লা ডিসেম্বর দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এইচ আই ভি সংক্রমণের জন্য এইডস মহামারী ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এবং যারা এই রোগে মারা গেছেন তাদের প্রতি শোক পালন করতে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। সরকারী ও স্বাস্থ্য আধিকারিকগণ, বেসরকারী সংস্থাগুলি এবং বিশ্বে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি বিশেষ, এইডস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ নিয়ে সকলকে সচেতন করতে এই দিনটি পালন করে। এদিন CMOH অফিস থেকে ডায়মন্ড হারবার গভ: মেডিক্যাল কলেজ হাসপাতাল পর্যন্ত এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। পাশাপাশি রক্ষিত হক সমতা, একটি এডস সচেতন মূলক বর্নাঠ্য ট্যাবলোর ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ উদ্বোধন করলেন CMOH জয়ন্ত কুমার সুকুল।

    এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি CMOH ড: সোনালী দাস,ড: হিমাদ্রী হালদার,ড: আকবর হোসেন মণ্ডল পঞ্চগ্রাম সহ CMOH অফিসের বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ।বিশ্ব এইডস দিবস লাল ফিতা এইচআইভি-পজিটিভ মানুষ এবং এইডসে আক্রান্ত ব্যক্তিদের সাথে একাত্মতার জন্য বিশ্বব্যাপী প্রতীক।পালনকারী সকল ইউএন সদস্য দেশসমূহ ১লা ডিসেম্বর সংঘটন বার্ষিক প্রথম বার ১৯৮৮ তে,৩৪ বছর আগে বিশ্ব এইডস দিবসটি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দ্বারা চিহ্নিত। বিশ্ব জনস্বাস্থ্য সচেতনতার উদ্দেশ্যে ঘোষিত, আটটি বিশেষ দিনের মধ্যে এহলো একটি বিশেষ, বাকি সাতটি দিন হল বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব রক্তদাতা দিবস,বিশ্ব টিকা দিবস,বিশ্ব যক্ষ্মা দিবস, বিশ্ব তামাকমুক্ত দিবস,বিশ্ব ম্যালেরিয়া দিবস এবং বিশ্ব হেপাটাইটিস দিবস।