|
---|
নিজস্ব প্রতিবেদক : “সংকল্প ফাউন্ডেশনের” সদস্যরা পৌঁছে যায় বেঙ্গাই উদ্যোগী সংঘে।মোবাইল গেমে আসক্ত ছেলেমেয়েদের ক্রীড়ামুখী করে তোলার উদ্দ্যেশে ও ক্রীড়া প্রতিভা তুলে আনার প্রচেষ্টায় উদ্যোগী সংঘ উদ্যোগী সংঘের মাঠে বিনামূল্যে খো খো খেলার প্রশিক্ষণ শিবির শুরু হয়।
সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ১৫০ জন শিশুদের হাতে মাস্ক, কেক, লাড্ডু, পেষ্ট্রিবিস্কুট ইত্যাদি তুলে দেওয়া হয়। মালদা থেকে আগত ৮জন ব্লাড আর্মি মোটর সাইকেল রাইডার্স কে সংকল্প ফাউন্ডেশনের তরফ থেকে সম্মানিত করা হয়। তাদের মোটো রক্তদান,অঙ্গদান,বিয়ের আগে থ্যালাসেমিয়া টেস্ট। ওনারা হলেন আলম্ গীর খান,জিসান আহম্মেদ,আবদ্দুল্লা আল রাজী,সফিকুল আলম,হিমাংশু শীল,করণ হরিজন,রাহুল আলী,মিরাজ বিশ্বাস।সংকল্পের তরফ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মাননীয় গোপাল সাহা মহাশয়।সম্পাদিকা পারমিতা সাউ,স্বাতী বন্দ্যোপাধ্যায়,রত্না দে,প্রতিমা রানা,অপর্ণা দে,দীপেশ দে,অর্ণব পাত্র,সন্দীপ দাস,অরিত্র দাস ,অনীশ সাউ।বেঙ্গাই উদ্যোগী সংঘের সভাপতি রাহুল কোলে ও সম্পাদক দেবাশীষ ভুঁইয়া সহযোগিতার হাত বাড়িয়ে দেন।সহযোগিতা করেছে রিয়াঙ্কা রানা। সংকল্প ফাউন্ডেশনের যে সকল সদস্যরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন,ইন্দ্রদীপ সিনহা, পিন্টু সাউ,অর্ণব পাত্র, এবং সঞ্জয় দাস।