|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- সারা রাজ্যের পাশাপাশি এদিন ২৬শে ডিসেম্বর “সেলিব্রেশন অফ কনস্টিটিউশন ডে” ২০২২ উপলক্ষ্যে নেহরু যুব কেন্দ্রের সহযোগিতায় সাধন চন্দ্র মহবিদ্যালয় এর উদ্যোগে আজ শনিবার এই দিনটি অন্যান্য সকল সচেতন মূলক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়। ফলতা সাধন চন্দ্র মহবিদ্যালয় প্রাঙ্গণে বাবা আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে বরণ করে প্রদীপ প্রজ্জ্বলন মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উপস্থিত ছিলেন সাধন চন্দ্র মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ড: এস,কে ফজলুল হক, ফলতা বিধায়ক শঙ্কর কুমার নস্কর, অশোক সাহা যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর, গুরুপদ মণ্ডল জি বি প্রেসিডেন্ট সাধন চন্দ্র মহাবিদ্যালয়ের, সুজত ভান্ডারী নেহরু যুব কেন্দ্রে, শেলী দত্ত স্টুডেন্ট, মুমতাজুল মোল্লা ও মেহেন্দি হাসান জি বি মেম্বার সাধন চন্দ্র মহাবিদ্যালয়ের ,সমাজ সেবী সুরঞ্জন চক্রবর্তি,এডভোকেট তপন কান্তি মণ্ডল,১ স্পিকার দেবারতি মণ্ডল এসিস্ট্যান্ট প্রফেসর নিউ আলিপুর,উজ্জ্বল প্রমানীক অফিস স্টাফ নেহরু যুব কেন্দ্র,সাঈদুল খান,কৃষাণ সাহা সহ সাধন চন্দ্র মহাবিদ্যালয়ের অন্যান্য প্রফেসর থেকে শুরু করে সকল ছাত্র ছাত্রীরা।