|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলী : দক্ষিণ চব্বিশ পরগনার বন বিভাগের অধীনে রায়দিঘী রেঞ্জের কুলতলী বিটে নদীগুলির জন্য আন্তর্জাতিক নদী দিবস পালিত হল। যেখানে স্কুলের শিশুরা র্যালি ও ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নেয়। তারা অডিও ভিজ্যুয়াল ইন্টারঅ্যাকশনের মাধ্যমে দিবসটির গুরুত্ব সম্পর্কেও ধারণা গ্রহণ করে। পরে তাদের একটি নদী ভ্রমণে নিয়ে যাওয়া হয় যেখানে তারা জেলে ও পর্যটকদের কাছে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেয়।