বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: বিশেষভাবে সক্ষম মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালিত হয়। ১৯৯২ সাল থেকে এই দিনটিকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল। আনন্দপুর চক্রের উদ্যোগে আনন্দপুর বয়েজ প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন হলো। চক্রের বিভিন্ন বিদ্যালয়ের বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে এবং স্থানাধিকারীদের বিভিন্ন পুরস্কারে পুরষ্কৃত করা হয়।

    উপস্থিত ছিলেন আনন্দপুর চক্রের এস আই স্বপন সিং, কেশপুরের এ আই সুশান্ত পান্ডে, চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নব নিযুক্ত কনভেনর বুদ্ধদেব দাস সহ শিক্ষাবন্ধু , স্পেশাল এডুকেটর সহ অন্যান্যরা।