|
---|
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর :বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণে উৎসর্গীকৃত অখণ্ড মেদিনীপুরের ঐতিহ্যবাহী প্রাচীনতম সংস্থা মেদিনীপুর রিহ্যাবিলেটেশন সেন্টার ফর চিলড্রেন (MRCC) মেদিনীপুর শহরের পালবাড়িতে ১৯৮১ সালে স্থাপিত হয়।
আজ ৭ এপ্রিল ২০২৩ , শুক্রবার , মেদিনীপুর রিহ্যাবিলেটেশন সেন্টার ফর চিলড্রেন (MRCC) উদ্যোগে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস । এই দিবসের তাৎপর্য্যের উপর সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরস্থিত পালবাড়ী ক্যাম্পাসে ।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংস্থার সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য্য , প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা۔ শ্রীমন্ত সাহা , অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা۔ বিমল গুড়িয়া , উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অনাদি কুমার জানা , সহ সম্পাদক অমিত কুমার সাহু , অরূপ ভট্ট , সমাজসেবী দীপক মুখার্জী , অধ্যাপক ড۔ সুশান্ত দে, ড۔ বাবুলাল শাসমল, পলাশ রঞ্জন গায়েন , সন্টু ওঝা, সংস্থার শিক্ষকশিক্ষিকা প্রমুখ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্তরঞ্জন মুখার্জী এবং সঞ্চালনা করেন শিক্ষক সঞ্জয় কুন্ডু l
হোমিওপ্যাথি ক্যাম্প পরিচালনা করেন ঝাড়গ্রাম জেলার ডি۔ এম۔ ও۔ ডা۔ অসীম কুমার মাইতি, খড়্গপুর-২ ব্লকের স্কুল হেল্থের চিকিৎসক ডা۔ বিপ্লব দাস এবং ফিজিওথেরাপি ক্যাম্প পরিচালনা করেন ডা۔ জগৎজ্যোতি দাস l এই ক্যাম্পে ৭২ জনকে বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা পরিষেবা দেওয়া হয় l
উল্লেখ্য এই সস্থার পরিচালনায় রিহ্যাবিলেটেশন কউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদিত স্পেশাল ডি۔ এল۔ এড۔ এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত স্পেশাল বি۔ এড۔ কোর্স পড়ানো হয় পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের স্কুলেও পঠন পাঠান হয় l সম্পূর্ণ বিনা খরচে ফিজিওথেরাপি , স্পিচ থেরাপি এবং কাউন্সিলিং করানো হয়। এছাড়া বিভিন্ন ধরনের স্বাস্থ্য ক্যাম্প ও স্পোর্টস সংগঠিত হয় এবং গুরুত্বপূর্ণ দিবসও মর্যাদার সঙ্গে পালিত হয়।