|
---|
বিশেষ সংবাদ: দঃ দিনাজপুর জেলার বালিহারা প্রাইমারী হেলথ সেন্টারে বিশ্ব হোমিয়োপ্যাথি দিবস উৎযাপন।
পশ্চিমবঙ্গ সরকারের উদ্দোগে বিভিন্ন হসপিটালে ও হোমিয়োপ্যাথি কলেজে এই বিশ্ব হোমিয়োপ্যাথি দিবস পালিত হচ্ছে। দঃ দিনাজপুর জেলার বালিহারা স্বাস্থ্য কেন্দ্রেও এক সভার আয়োজন করা হয়। এই স্বাস্থ্য কেন্দ্রের হোমিয়োপ্যাথি মেডিক্যাল অফিসার ডা. মুসতাহিদা খানম প্রধান বক্তা হিসাবে হোমিয়োপ্যাথির মূল দিকটি তুলে ধরেন। তিনি বলেন এই চিকিৎসা ব্যাবস্থার ব্যাপক প্রচলন হলে সাধারণ মানুষ বিশেষ উপকৃত হবেন। অনেক অসুখ আছে যা এই চিকিৎসাতে দ্রুত আরোগ্য হয়। একটা বাড়ি শুধু বাবা কিংবা মা কিংবা ভাই-বোনকে নিয়ে হয় না। সকলকে নিয়েই পরিবার। ঠিক তেমনই, অ্যালোপ্যাথি, হোমিয়োপ্যাথি, আয়ুর্বেদি ইত্যাদি দিয়ে গড়ে ওঠে স্বাস্থ্য পরিসেবার হাব।
হসপিটালের সকল স্টাফ এই অনুষ্ঠানে হাজির ছিলেন। ছিলেন অন্যান্য চিকিৎসক। সবাই বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। প্রোগ্রাম শেষে সকলকে মিষ্টি বিতরণ করা হয়।