কৃষ্ণনগরে ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপন ও আলোচনা সভা

কৃষ্ণনগরে ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপন ও আলোচনা সভা

     

     

     

    মহঃ মফিজুর রহমান : রবিবার কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য কৃষনগরের গ্রেস কটেজে ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বারাসাতের ‘নজরুল চর্চা কেন্দ্র’ এবং কৃষ্ণনগরের ‘সুজন বাসর’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে । ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় । শুরুতে ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করেন স্বপন ভট্টাচার্য্য । উদ্বোধনী সঙ্গীত হিসেবে কৃষ্ণনগরে অবস্থান কালে নজরুলের লেখা ‘কান্ডারী হুশিয়ার’ পরিবেশন করেন ‘সুজন বাসর’ এর সভ্যবৃন্দ । তারপর শুরু হয় ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ নিয়ে বিশেষ আলোচনা সভা । বক্তাদের মধ্যে বারাসাতের ‘নজরুল চর্চা কেন্দ্র’ এর প্রতিষ্ঠাতা সভাপতি তথা নহাটা জে. এন. এম. এস. মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ শেখ কামাল উদ্দিনের পাণ্ডিত্যপূর্ণ ও গবেষণাধর্মী বক্তৃতা উপস্থিত সকলকে মুগ্ধ করে । ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ নিয়ে আলোচনায় ‘বিদ্রোহী’ কবিতা রচনার প্রেক্ষিত ও প্রথম প্রকাশের পর বাংলা সাহিত্যের কবিদের একাংশের কাছ থেকে নিন্দা এবং কবিতাটির অন্তরঙ্গ বিষয় উত্থাপন করেন তিনি । যা বর্তমানে অনেকেরই অজানা । পাশাপাশি কবির সম্প্রীতির মনোভাব বর্তমান ভারতবর্ষে কতটা প্রয়োজন সে প্রসঙ্গও খুব সুন্দর ভাবে তুলে ধরেন বিশিষ্ট নজরুল গবেষক ডঃ কামাল সাহেব । স্বভাবতই এদিন তাঁর জ্ঞানগর্ব ও গবেষণাধর্মী বক্তৃতা আলোচনা সভায় এক অন্য মাত্রা এনে দেয় । ‘সুজন বাসর’ এর সম্পাদক ইনাস উদ্দীন কৃষ্ণনগরে নজরুল প্রসঙ্গে আলোচনা করেন । ‘বিদ্রোহী’ কবিতা ও নজরুল প্রসঙ্গে বর্ষব্যাপী নানাবিধ অনুষ্ঠানের পরিকল্পনার কথা তুলে ধরেন বারাসাতের ‘নজরুল চর্চা কেন্দ্র’ এর সম্পাদক শাহজাহান মণ্ডল । সম্প্রীতির কবি নজরুল বিষয়ে আলোচনা করেন কৃষ্ণা ভৌমিক । এদিন ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল । অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন দেবযানী চট্টোপাধ্যায় , ফাল্গুনী মিত্র , শুভ্রা চক্রবর্তী , শঙ্খশুভ্র সরকার , তিলক বিশ্বাস , পাপিয়া মল্লিক , কওসার আলী , শান্তনু কয়াল , অদৃকা দাস , অনুশ্রী দাস ঘোষ , দুর্গা বেরা , সুজাতা দাস , নিবেদিতা মজুমদার প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপংকর দাস । সকল অংশগ্রহণকারীকে অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সৌমেন দত্ত । সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন নন্দিতা তিতলি ।