রামপুরহাট অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব দিল্লির; রাজ্যে আসবে কেন্দ্রীয় দল

নতুন গতি নিউজ ডেস্ক: রামপুরহাট অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল দিল্লি। ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে গোটা ঘটনার রিপোর্ট পাঠাতে হবে রাজ্যকে। পাশাপাশি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসবে কেন্দ্রের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকদের এক প্রতিনিধি দল।

    এদিন রাজধানীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে বিজেপির প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিংরা। এর পরই বগটুই গ্রামের ঘটনায় রিপোর্ট চেয়েছে শাহের মন্ত্রক। জানা গিয়েছে, রাজ্যে ৫ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপিও। রামপুরহাটের বগটুই গ্রামে যাবেন তাঁরা।

    ইতিমধ্যে বগটুই হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় পথে নেমেছে বিজেপির পরিষদীয় দল। বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করছেন বিজেপি বিধায়করা।