কেন্দ্র নয় রাজ্য সরকার আদিবাসীদের পাশে, জয় জোহার মেলার উদ্বোধনে সভাধিপতি কাজল সেখ

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ‘আদিবাসী উন্নয়ন বিভাগ’ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মহম্মদ বাজারের প্যাটেল নগর পিটিটিআই গ্রাউন্ডে বুধবার আয়োজিত হল জয় জোহার মেলা ।
    বীরভূমের মহম্মদ বাজারে এই ‘জয় জোহার’ মেলার উদ্বোধন করলেন সভাধিপতি কাজল শেখ ও জেলাশাসক বিধান রায়।


    সভাধিপতি কাজল শেখ এদিন তাঁর বক্তব্যে বলেন, কেন্দ্র  নয় বর্তমান রাজ্য সরকার সব সময় আদিবাসীদের পাশে আছে। আদিবাসী সম্প্রদায় এই দেশের স্বাধীনতার জন্য শ’য়ে শ’য়ে আত্মবলিদান দিয়েছেন, অথচ এইসব আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য বিগত বাম সরকার এবং কেন্দ্র সরকার কিছুই করেনি।
    ২০১১ সালের পরে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের প্রতিটি জনজাতির উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প এনেছেন। আদিবাসীদের জন্য বিশেষ প্রকল্প করে তা বাস্তবায়িত করা হয়েছে।
    রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়েও জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষদের উন্নয়ন করে চলেছেন।
    আদিবাসীদের উন্নয়নের জন্য শিক্ষা স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে তাদের জন্য বিভিন্ন প্রকল্প এনেছে রাজ্য সরকার এবং এই প্রকল্পের সুযোগ সুবিধা রাজ্যের প্রতিটি আদিবাসী মানুষই ভোগ করছেন।
    আদিবাসী ছেলে মেয়েদের শিক্ষার উন্নয়নের জন্য রাজ্যের বিভিন্ন স্থানে বিশেষ বিদ্যালয় গড়ে তাদের সেখানে মানসম্মত ভাবে শিক্ষাদানের পাশাপাশি খেলাধুলা ও স্বাস্থ্যের প্রতিও নজর দেওয়া হয়েছে।
    বীরভূম জেলাকে এক দশকেরও বেশি সময় ধরে উন্নয়নের কান্ডারী হিসেবে পরিষেবা দিয়ে আসছেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, প্রশংসা কাজল শেখের।
    জেলাশাসক বিধান রায় বলেন জেলার আটটি ব্লকে এই জয় জোহার মেলা চলছে। জেলা স্তরের মূল অনুষ্ঠানটি মোঃ বাজারে অনুষ্ঠিত হচ্ছে।
    জেলা শাসক বলেন স্থানীয় আদিবাসীদের সহযোগিতায় ডেউচা-পাঁচামীর প্রথম স্তরের কাজ খুব তাড়াতাড়িই শুরু হবে। মহম্মদ বাজারের জয় জোহার মেলার এই উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসীদের মধ্যে জাহের থান ও মাঝি থানের রেকর্ড করা কাগজপত্র তুলে দেওয়া হলো। পাশাপাশি খেলাধুলার সরঞ্জাম, কৃষি-যন্ত্রপাতি, বীজ বিতরণ সহ সরকারি বিভিন্ন পরিষেবা প্রদান করা হল।
    উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদ সহ-সভাধিপতি স্বর্ণলতা সরেন, বিধায়ক লীলাবতী সাহা, অতিরিক্ত জেলাশাসক (ভূমি অধিগ্রহন) বাবুলাল মাহাতো, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) নিতু শুক্লা, মহকুমা শাসক সুপ্রতিক সিংহ, ডি এস পি (ডি এন্ড টি) অয়ন সাধু, বিডিও অভিষেক মিশ্র, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবাসিনী মুর্মু সহ অন্যান্যরা।