|
---|
দেবজিৎ মুখার্জি, হাওড়া: পেট্রোল এবং ডিজেলের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন পেট্রোলে লিটার প্রতি 2.80 টাকা এবং প্রতি লিটার ডিজেলে 2.20 টাকা ভ্যাট কমালো তৃণমূল সরকার।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য “বিজেপি সরকার সেস ওঠায়নি। ওটা আমরা পাই না বরং যায় কেন্দ্র সরকারের কাছে। লোকে এখন বলছে, অন্য রাজ্যগুলি নাকি অনেক ভ্যাট কমিয়েছে আর আমরা কমাইনি। আপনারা খবর নিয়ে দেখুন, বিজেপি শাসিত রাজ্য গুলি কেন্দ্রের কাছ থেকে কত টাকা পায় আর আমাদের প্রাপ্য কত! ওরা আমাদের ওপর শুধুমাত্র টাকার বোঝা চাপিয়ে যাচ্ছে।”
এছাড়াও কেন্দ্রীয় সরকারের লাগাতার কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নিয়ে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান “কেন্দ্রীয় এজেন্সি দিয়ে শাসন চলাচ্ছে সরকার। স্বশাসিত করা হোক এজেন্সিগুলিকে। সিবিআই, ইডি-র মতো এজেন্সিগুলিকে নিরপেক্ষ ভাবে কাজ করতে দিতে হবে। এজেন্সির রুল থেকে দেশকে বাঁচাতে হবে। সব বিষয়ে হস্তক্ষেপ করছে কেন্দ্র। তুঘলকি কায়দায় সরকার চলছে। যা চলছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে। স্ট্যালিন, হিটলার, মুসোলিনির আমলেও হয়নি।”